মাহমুদুল হাসান মেমন,স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ি থেকে যুবদল নেতা আয়নাল হক (৪২) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশের দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা খুঁজতে খুঁজতে আয়নালের নিজ শোবার ঘরের মেঝেতে লাশটি দেখতে পায়। এ সময় দরজা খোলা ছিলো। পরে খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত আয়নাল হক উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নোটাবাড়িয়া কালিরঘুন গ্রামের মৃত জলিল প্রামাণিকের ছেলে। সে উপজেলা মাঝগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক এবং বনপাড়া বাইপাস বাস কাউন্টারের স্টাফ ছিলেন।
মাঝগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খোকন বলেন, আয়নুল বাড়িতে একাই থাকতেন। তার এক ছেলে মাদ্রাসায় পড়ার সুবাদে পাবনা থাকে এবং এক মেয়ে র ও বিয়ে হয়ে গেছে,এবং প্রায় সাত মাস আগে আইনুলের স্ত্রী বাড়ি থেকে চলে যায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা সে বিষয়ে আমার ধারণা নেই । বুধবার সন্ধ্যায় এলাকায় দেখা যায় আয়নুল কে। আজ সকালে গন্ধ পেয়ে প্রতিবেশীরা তার বাড়িতে যায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
ইউপি সদস্য আব্দুর রোফ বলেন, লাশ পচন ধরে গন্ধ বের হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।
নিহত আয়নুলের মেয়ে হাবিছা বলেন আমার বাবা কোন খোজ খবর রাখে না, তার সাথে আমার কোন যোগাযোগ নেই, এবং আমার মায়ের সাথে বাবার বিবাহ বিচ্ছেদ হয়নি।
উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল জানান, গত বুধবার থেকে আয়নাল হকের খোঁজ ছিলো না। শনিবার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়৷
প্রতিবেশী সাইফুল ইসলাম জানান, গত ৭ মাস ধরে স্ত্রী বাপের বাড়িতে অবস্থান করছিলো এবং তার দুই সন্তানের মধ্যে ছোট ছেলে একটি আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করে ও মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আছে। বাড়িতে আয়নাল ছাড়া আর কেউ থাকতো না৷
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, এ মৃত্যু স্ট্রোকজনিত বলে ধারণা করা যাচ্ছে। তবে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আপাততঃ থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.