ক্রাইম রিপোর্টার: রাজিব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে পরিবেশ অধিদপ্তর। শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত অভিযানে চারটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে এজিআই ও জেএসটার নামক দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া এএমএম নামের আরও দুটি ভাটার মালিককে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, থানার এএসআই খালেদ, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা, পুলিশ এবং আনসার সদস্যরা।
রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন জানিয়েছেন, অবৈধ ইটভাটার কারণে স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মোহনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, "এ ধরনের অভিযান আগামীতেও সব উপজেলায় চালানো হবে, যাতে পরিবেশ সুরক্ষিত থাকে।"
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.