মো:ছাব্বির হাওলাদার, মাল্টিমিডিয়া প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় খালিশপুর থানা জাতীয় নাগরিক পার্টি (এনসিসি’র আয়োজনে জংশন রেলওয়ে জামে মসজিদের ঈদগাহ ময়দানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৮ সেপ্টেম্বর শুক্রবার দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় এনসিপি জাতীয় নাগরিক কমিটির সংগঠক বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি এস এম আরিফুর রহমান মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি, কেন্দ্রীয় সেল সদস্য রুমি রহমান, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সেল সদস্য নাজমুল হাসান ইমরান, মহানগর আহবায়ক আল শাহারিয়ার, উপদেষ্টা মিনহাজুল আবেদিন সম্পদ, মোঃ শহীদুল ইসলাম,আসাদুজ্জামান নয়ন,ইব্রাহীম,শামীম সহ আরো অনেকে।