নিজস্ব প্রতিবেদক
খুলনা, ১৮ এপ্রিল: খুলনা জেলা পুস্তক বাঁধাই শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক নানা বিষয়ে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট নাগরিক নেতা অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদারের সঙ্গে।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় খুলনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় শ্রমিক ইউনিয়নের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও সদস্যদের কল্যাণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক ও মানবাধিকার সংগঠক এস এম দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোঃ আল ফারুক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ জাবেদ খান।
এছাড়া সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজগর শেখ, মোঃ আমির হোসেন, হীরা মল্লিক, মোঃ রাজু, আল আমিন, রাসেল, ইলিয়াস, ফিরোজ, সবুজ, মজনু প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার, সংগঠনের কার্যক্রম গতিশীল করা এবং সামাজিক দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন।