মো: রমিজ লামা (বান্দরবান) প্রতিনিধি: পার্বত্য জেলার বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে রাজার বেশে প্রথম বারের মতো বিশাল কর্মী ও সুধী সমাবেশ করে ইতিহাস রচনা করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা, আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনর সমস্যা সমাধানে সর্বাধিক গুরুত্ব দিয়ে স্থায়ী ভাবে সমাধান করে প্রকৃত শান্তি ফিরিয়ে আনা হবে, প্রধান অতিথির বক্তব্যে এমনটাই মন্তব্য করেছেন সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার ১৯ এপ্রিল দুপুর ২টায় বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরী ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম,অধ্যক্ষ নুর আহম্মদ আনোয়ারী,জেলা আমীর, কক্সবাজার। অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন জেলা আমীর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।অধ্যাপক আব্দুল আলিম জেলা আমীর: রাঙ্গামাটি পার্বত্য জেলা। অধ্যাপক আহসান উল্লাহ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। অধ্যাপক জাফর সাদেক, অঞ্চল টিম সদস্য, চট্টগ্রাম, অধ্যাপক নুরুল আমিন অঞ্চল টিম সদস্য, চট্টগ্রাম, এড. আনোয়ারুল আলম চৌধুরী জেলা আমীর, চট্টগ্রাম দক্ষিণ, আলাউদ্দীন সিকদার জেলা আমীর, চট্টগ্রাম উত্তর। এডভোকেট মুহাম্মদ আবুল কালাম, নায়েবে আমীর,বান্দরবান পার্বত্য জেলা। সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, আদর্শ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর হামিদ হোসেন, বান্দরবান জামাতের দায়িত্বশীল অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম,পৌর জামাতের জয়েন্ট সেক্রেটারি ওবায়দুল হক’সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন নেতাকর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন এস এম আবদুচ ছালাম আজাদ আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলা। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার আমির এস এম আবদুস ছালাম আজাদ সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলাদেশের জনগণের কল্যাণে এবং একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিগত সরকারের আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে আর সাংগঠনিক কোনো কার্যক্রম পরিচালনা করতে দেয়নি ফ্যাসিস্ট সরকার। বিশাল কর্মী ও সুধী সমাবেশে আগামী নির্বাচনে বান্দরবানের ৩০০ নং আসনে জামাতের এমপি প্রার্থী হিসেবে এডভোকেট মুহাম্মদ আবুল কালাম, নায়েবে আমীর,বান্দরবান পার্বত্য জেলা কে সকলের নিকট পরিচয় করিয়ে দিলেন প্রধান অতিথি সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.