মোজাম্মেল হোসেন খুলনা,
আইডিবি খুলনা জেলা নেতৃবৃন্দ পলিটেকনিক কলেজ সমূহের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে, গতকাল রবিবার সন্ধ্যা সাতটায় আইডিবি ভবনে, আয়োজিত মাসিক সমন্বয় সভায়, এই একাত্মতা ঘোষণা করা হয়, সভায় আলোচকরা বলেন, বর্তমান পলিটেকনিক কলেজ সমূহের আন্দোলন দেশের কারিগরি শিক্ষা বাঁচানোর জন্য আন্দোলন। যেখানে পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা এরকম যে, এক বিভাগের শিক্ষক অন্য বিভাগে শিক্ষকতা করতে পারেন না অর্থাৎ ইলেকট্রিক বিভাগের শিক্ষক ম্যাকানিক্যাল এর শিক্ষা দিতে পারেন না, তেমনি মেকানিকালের শিক্ষক ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষা দিতে পারেনা ,যদি ও তারা দুজনই ইঞ্জিনিয়ার, যেখানে ইঞ্জিনিয়ার হওয়া সত্বেও এক বিভাগের শিক্ষক অন্য বিভাগে শিক্ষা দিতে পারেনা, সেখানে নন টেকনিক্যাল ক্রাফট অ্যাসিস্ট্যান্ট কিভাবে শিক্ষক হতে পারে? তাই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এই আন্দোলন , এই আন্দোলনের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে না নিলে, এবং ছাত্ররা দ্রুত ক্লাসে না ফিরলে, কারিগরি শিক্ষা ব্যবস্থা হুমকি মুখে পড়বে। তাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন দ্রুত বিষয়টা নিষ্পত্তি করে, শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার আন্তরিক চেষ্টা করুন।