আল-আমিন, স্টাফ রিপোর্টার (ক্রাইম), শেরপুর জেলা।
শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের পাশে একটি ধান খেতে ২০ এপ্রিল রোববার রাতের কোন এক সময়ে আঃ লতিফ (৫৫) নামে ৪ সন্তানের জনক এক অটো চালককে হত্যা করে অটো ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নিহত অটো চালক সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের জামতলী গ্রামের জনৈক আঃ মালেকের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার জামতলী গ্রামের বাসিন্দা আঃ লতিফ পেশায় অটো চালক। সে প্রতিদিনের মতো তার ভাড়ায় ব্যাটারী চালিত অটো রিকশা নিয়ে বিভিন্নস্থানে যাত্রী পরিবহন করতে রোববার সকালে বাড়ি থেকে বের হয় এবং সে রাতে আর বাড়ি ফিরে যায়নি। এদিকে রোববার রাতের কোন এক সময়ে ওই দুর্বৃত্তরা তার অটো ছিনতাই করতে কৌশলে তার অটোটি ভাড়া নিয়ে শেরপুর শ্রীবরদী সড়কের মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের একটি ধান খেতের পাশে নিয়ে গিয়ে চালক আঃ লতিফকে হত্যা করে তার অটোটি ছিনতাই করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। পরদিন ২১ এপ্রিল সোমবার সকালে পথচারী ও এলাকাবাসী ওই ধান খেতের পাশে অজ্ঞাতনামা লাশ দেখতে পেয়ে সদর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মোঃ আব্দুল করিম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই অটো চালকের লাশ উদ্ধার করেন। এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে নিহত অটো চালক আঃ লতিফের একমাত্র ছেলে মনিরুজ্জামান ঘটনাস্থল গিয়ে তার বাবার লাশ সনাক্ত করেন। পুলিশ ধারণা করছে আঃ লতিফকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেই তার অটো ছিনতাই করে নিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.