তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।
নরসিংদী শহরের ভাগদী এলাকায় আওয়ামীলীগ সংশ্লিষ্ট এক সন্ত্রাসী চক্রের হামলায় নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগী বেনুয়ারা বেগম (৪৬) থানায় দায়েরকৃত অভিযোগে জানান, গত ২০ এপ্রিল দুপুর ১২:৩০ মিনিটের দিকে হেলাল মিয়া (৬০) ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে হামলা চালায়।
অভিযুক্তরা তার স্বামী, দেবর আ: সালাম ও ভাসুর জীবন মিয়াকে বেধড়ক মারধর করে। ধারালো দা ও লোহার পাইপের আঘাতে আ: সালাম গুরুতর আহত হন এবং তার হাত ও মাথায় কাটা ও হাড়ভাঙ্গা জখম হয়।
অভিযোগে আরও জানা যায়, হামলাকারীরা বেনুয়ারার মেয়ে ও পুত্রবধূকেও মারধর করে এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। অভিযুক্ত আনোয়ারুল, মাসুদ ও কাউছারসহ সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.