1. sokalerbangla@gmail.com : admin :
  2. dainikchoukos@gmail.com : jahid hasan : jahid hasan
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড়ে নারীর হাত-পা-মুখ বাধা মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাঁশঝাড়ের ভিতরে খায়রুন আক্তার (২৫) নামে এক গৃহবধুর হাত-পা-মুখ বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাঁশঝাড় থেকে প্রায় ৩০০ গজ দুরে ভুট্টাখেতে ওই গৃহবধুর জুতা পাওয়া গেছে।

সোমবার সকালে উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে এ ঘটনা। গৃহবধু খায়রুন আক্তার ওই গ্রামের তাজমুল ইসলামের স্ত্রী ও একই ইউনিয়নের জিয়াখোর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে।

স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, গৃহবধুর স্বামী ধান কাটার কাজ করতে কুমিল্লায় গেছেন এক সপ্তাহ হলো। বৃদ্ধা শ্বাশুড়ির সাথে বাসায় থাকতেন গৃহবধু খায়রুন। সোমবার ভোরবেলা দরজা খোলা পেয়ে গৃহবধুকে খোঁজাখুজি করেন শ্বাশুড়ী ও প্রতিবেশীরা। পরে ভুট্টখেতে জুতা এবং টেনে হেচড়ে নিয়ে যাওয়া মাটির দাগ দেখে বাঁশঝাড়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা।

গৃহবধুর ভাই আলমগীর জানান, ২০১৭ সালে বোনকে বিয়ে দিয়েছিলেন। ৮ বছরে কোন সন্তান হয়নি। এ নিয়ে সামান্য কলহ ছিল। তবে অভাবের সংসারে দুজনেই পরিশ্রম করতো। সকালে বোনের মরদেহ পাওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসেছেন তারা। গৃহবধুর স্বামীকে মোবাইলে খবর দেওয়া হয়েছে, তিনি বাসায় আসার জন্য গাড়ীতে উঠেছেন। এটা পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন তিনি।

গৃহবধুর শ্বাশুড়ী বৃদ্ধা দবিজান জানান, ভোরবেলা গলার শব্দ পেয়েছিলাম। এরপরে সকালে উঠে দরজা খোলা। কোন সময় খায়র“নকে বাইরে নিয়ে গেছে বলতে পারছি না। ছেলেটাও বাইরে।

বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী জানান, ঘটনাস্থলে মরদেহ উদ্ধারের কাজ করছে পুলিশ। গৃহবধুর মোবাইল ফোনটি পাওয়া গেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ সুপার এবং সিআইডি’র টিম ঘটনাস্থলে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014-2025
Theme Customized BY LatestNews