শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। তিনি বলেন, "হঠাৎ করে আওয়ামী লীগের ধূসররা মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তবে জনগণই এর সঠিক জবাব দেবে।"
পথসভায় আরও বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের সভাপতি এ. কে. আজাদ, মোহাম্মদ জনি, মোহাম্মদ রিয়াজ, বাদশা, শাহীন, মনির বাবু প্রমুখ।
এ সময় যুবদল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.