তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় দিনমজুর সালাউদ্দিন (৩৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২০শে এপ্রিল) দুপুরে নিহতের ভাই আমির উদ্দিন বাদি হয়ে মামলাটি করেছেন। গত শনিবার (১৯শে এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খালে দিনমজুর সালাউদ্দিনের লাশটি উদ্ধার করে পুলিশ। সালাউদ্দিনের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখে থানা পুলিশ জানায় দূর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ খালে ফেলে গেছে। সালাউদ্দিন বর্ণি ইউনিয়নের বারোহাল গ্রামের কমরউদ্দিনের ছেলে। এই ঘটনায় থানা পুলিশ ৪ জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, সালাউদ্দিনের হত্যার ঘটনায় তার ভাই বাদি হয়ে মামলা করেছেন। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাত আসামি করা হয়েছে। আমারা ৪ জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছি। পুলিশ হত্যার রহস্য উদঘাটনের জন্য কাজ করছি। জানা গেছে, সালাউদ্দিন বিয়ে করলেও তার স্ত্রী দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে রয়েছেন। সালাউদ্দিন বাড়িতে একা থাকেন। প্রায় রাতে তিনি বাড়িতে দেরি করে ফিরেন। শুক্রবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেও রাতে আর ফেরেননি। পরদিন শনিবার স্বজনরা তার তালাবদ্ধ ঘর দেখে ধারণা করেছেন তিনি হয়তো কোথাও কাজে গেছেন। ওইদিন বিকেল ৪টার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খালে স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখেন। এসময় তারা লাশটি দিনমজুর সালাউদ্দিনের বলে শনাক্ত করেন। পরে তারা বিষয়টি তার স্বজনদের এবং পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে করে মর্গে প্রেরণ করে। সালাউদ্দিনের ভাই আমির উদ্দিন বলেন, আমার ভাই সালাউদ্দিনকে হত্যার ঘটনায় থানায় মামলা করেছি। তবে কোনো আসামির নাম উল্লেখ করেনি। পুলিশ ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে। তিনি বলেন, তার ভাই খুব নিরীহ প্রকৃতির। কারও সাথে তার কোনো রকম বিরোধ নেই। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.