তালাত মাহমুদ নরসিংদীর প্রতিনিধি।
বাস্তব অভিজ্ঞতা, একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা যখন দুর্নীতিতে জড়িয়ে যায়, আর সাংবাদিকরা যখন অনুসন্ধানী প্রতিবেদন করেন। তখনই এই কর্মকর্তা ওই সাংবাদিকের প্রতিপক্ষ কিছু সাংবাদিক নিয়ে বৈঠক করেন। বলেন আপনারা যদি ওই সাংবাদিকের বিরুদ্ধে লেখালেখি করেন তাহলে সকল সুবিধাই আপনারা পাবেন। তখন ওই সাংবাদিকরা মনে করেন সর্বনাশ আমরা যদি এই কর্মকর্তার কথা মত চলি তাহলে আমাদের চৌদ্দগুষ্টির সুযোগ সুবিধা পেয়ে যাব। উনি কি করলেন যে প্রকৃত সাংবাদিক, যে নাকি উচ্চপদস্থ কর্মকর্তার দুর্নীতির ফিরিস্তি তুলে ধরলেন তার বিরুদ্ধে নামে বেনামে ফেক আইডি খুলে লেখালেখি শুরু করেন।
আরে ভাই আমি সাংবাদিক, আপনিও সাংবাদিক আমরা ভাই ভাই। আমরা থাকবো একসাথে, কিন্তু সরকারি আমলারাতো আজকে আছে কালকে নাই। কেন শুধু শুধু আপনি আমার বিরুদ্ধে লিখতেছেন, আবার আমি আপনার বিরুদ্ধে লিখতেছি। এটা হলে কি হয় জানেন? সরকারি আমলারা ব্যাপক খুশি হয়.। মনে করে সাংবাদিকদের পরিবারের মধ্যে গৃহযুদ্ধ শুরু করে দিলাম। তো এখনো সময় আছে সরকারি আমলাদের পিছে যেন আমরা কামলা না দেই।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.