মো:মনিরুজ্জামান (মনি মিয়া) ফরিদপুর বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী থানায় প্রাইভেট কার ছিনতাইকারী চক্ররের তিন সদস্যক গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঝালকাঠি থানায় উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত প্রাইভেট কার। গত সোমবার ৫টায় বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের শেখর স্কুলের সামনে থেকে চালককে অস্ত্র ঠেকিয়ে সড়কের পাশে ফেলে দিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।গাড়ির চালক মো. ইমরান হাসান সোমবার থানায় মামলা করেন।
জানা যায়, সোমবার (২১.০৪.২৫) রাত ১.৩০ মিনিটে উত্তরা থানার কাওলা মেইন রোড থেকে তিনজন ঢাকা মেট্রো ২২-২৩১৮ নাম্বার একটি প্রাইভেট কার ফরিদপুরের বোয়ালমারী বাজার যাওয়ার কথা বলে ভাড়া করে। ভোর ৫টার দিকে বোয়ালমারী উপজেলার শেখর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ মিটার দূরে ফাঁকা সড়কের একটি ব্রিজের উপর পৌছালে গাড়ি চালক ইমরানের গলায় ছুরি ও মাথায় পিস্তল ঠেকিয়ে রশি দিয়ে হাত-পাঁ, মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে গাড়ি নিয়ে চলে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে বোয়ালমারী থানায় খবর দিলে পুলিশ তাকে (ইমরান) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সুস্থ হয়ে থানায় গিয়ে ইমরান অজ্ঞাত নামা তিনজনের নাম দিয়ে ৩৯৪ ধারায় মামলা করেন। মামলা নং ৩৪।
মামলার পরপরই তৎপর হয়ে উঠে বোয়ালমারী থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ গাড়ির লোকেশন জানতে পেরে চৌকোস্ অফিসার এস আই কামরুজ্জামান সংঙ্গিও ফোর্স নিয়ে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানা পুলিশের সহায়তায় কাঁঠালিয়া থানা এলাকা থেকে গাড়ি উদ্ধার করেন এবং তিনছিনতাই কারীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত তিন ছিনতাইকারী হলেন বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের শাহিদ মোল্যার ছেলে রাকিবুল হাসান আশিক (২৬), গঙ্গান্দপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. সামিউল ইসলাম (২২) ও রামদেবনগর গ্রামের মো. অহিদুজ্জামানের ছেলে মো. হামিম শেখ (২০)। মঙ্গলবার দুপুর আসামিদের আদালেতে চালান করা হয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনায় মামলা হওয়ার পরপরই আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় খাোজাখুঁজি শুরু করি। পরে জানতে পারি গাড়িটি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া এলাকায় আছে। কাঁঠালিয়া থানা পুলিশের সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করি এবং গাড়ি উদ্ধার করি। তিন আসামিকে মঙ্গলবার আদালতে চালান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.