আরিফ হাসান গজনবী
রামপাল(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের রামপালে সারাদেশে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ কর্তৃক নেতাকর্মীদের ‘ষড়যন্ত্র, নৈরাজ্য ও প্রপাগান্ডার’ বিরুদ্ধে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবীতে মশাল মিছিল ও প্রতিবাদ সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (২১শে এপ্রিল) সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দর আয়োজনে উপজেলার ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের থেকে খুলনা - মংলা মহাসড়ক পর্যন্ত এ মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ খালিদ হাসান নোমান, জেলা সংগঠক মোঃ সাব্বির হোসেন মীর, জাতীয় নাগরিক কমিটির জেলা প্রতিনিধি আবু হাসান, উপজেলা প্রতিনিধি মোঃ আলামিন শেখ,মাজিদুর রহমান জুয়েল।
এসময় আরও উপস্থিত ছিলেন- নাঈম মৃধা, মোঃ বরকত উল্লাহ,সিপাত শেখ সহ প্রমুখ।
মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,’ ‘হৈ হৈ রই রই, শেখ হাসিনা গেলি কই,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’ ‘খুনি এখন দিল্লিতে, তোমার আমার জান নিতে,’ ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন,’ ‘হিন্দু, মুসলিম ভাই ভাই, স্বৈরাচারের ঠাঁয় নাই’ ‘ছাত্র জনতার আ্যাকশন, ডাইরেক্ট আ্যাকশন’ প্রভৃতি স্লোগান দেন।
ছাত্র জনতা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,
বাংলাদেশের আপামর ছাত্র-জনতা যখন রক্ত দিয়ে বিজয় অর্জন করতে শিখেছে, তারা এই বিজয়কে রক্ষা করতেও জানে। খুনি হাসিনা গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। কোনো অবস্থাতে এই বিজয়ের ওপর আঘাত হানলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। স্বৈরাচার আওয়ামী লীগকে ১৫ দিনের ভিতর নতুন আইন করে নিষিদ্ধ করতে হবে। নাহলে ছাত্র জনতা রাজপথে নামতে বাধ্য হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.