বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তি জালিয়াতির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে তাকে আটক করা হয়। এ সময়, তার কাছ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জাল 'অ্যাকনলেজমেন্ট স্লিপ’ জব্দ করা হয়। আটক হওয়া ওই যুবকের নাম মো. আব্দুল্লাহ আল মুক্তাদির। তিনি রাজশাহীর বোয়ালিয়ার সপুরা এলাকার মো. সাব্বির আলমের সন্তান।জানা যায়, আব্দুল্লাহ আল মুক্তাদির বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাশরেফ আহসানকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার নামে ৫০ হাজার টাকা নেন। এরপর ভুয়া ই-মেইল খুলে ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরু হওয়ার বিষয়ে মিথ্যা তথ্য দেন। ই-মেইল ও এসএমএসে পাওয়া তথ্য অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মাসরেফ আহসান তার বাবাসহ প্রতারক মুক্তাদিরকে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। এ সময় ক্যাফেটেরিয়ায় ভর্তি প্রক্রিয়া নিয়ে সন্দেহ হলে মাসরেফ ও প্রতারকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় ক্যাম্পাসের কিছু শিক্ষার্থীর সন্দেহ হলে তারা ক্যাম্পাসের প্রক্টরিয়াল বডিকে অবগত করেন। এরপর তারা ওই প্রতারককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ভর্তি জালিয়াতির অভিযোগে আমরা একজনকে আটক করেছি। তাকেসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করব। বিষয়টি এখনও প্রক্রিয়াধীন আছে
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.