মোহাম্মদ মেহেদী হাসান, সদর থানা প্রতিনিধি, খুলনা
আগামী ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা শ্রমিক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার খুলনা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম, খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত এবং খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু।
সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা।
সভায় বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে বিএনপি বরাবরই সোচ্চার ভূমিকা পালন করে আসছে। শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায়ে দলীয় ঐক্য ও কার্যকর কর্মসূচির মাধ্যমে এই দিবসটি উদযাপন করা হবে বলে তারা জানান।