ক্রাইম রিপোর্টার: রাজীব খাঁন
নাটোর জেলার গুরুদাসপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওজন ও পরিমাপে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় নয়াবাজারে মেসার্স লামিয়া এন্টারপ্রাইজে প্রতি ১০ লিটারে পেট্রোল ও ডিজেল কম দেওয়ার অভিযোগে জরিমানা করা হয়। একই ধরনের অভিযোগে চাঁচকৈড় বাজারের মেসার্স নজরুল এন্টারপ্রাইজ এবং ধানসিঁড়ি কনফেকশনারি মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে আর্থিক জরিমানার সম্মুখীন হয়।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম। বিএসটিআইয়ের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক (মেট্রোলজি) মিঠুন কবিরাজ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএসটিআইয়ের বিভাগীয় পরিচালক (অঃ দাঃ) জহুরা সিকদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.