ক্রাইম রিপোর্টার: রাজীব খাঁন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে রবিকে গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত রবিউল ইসলাম রাজশাহীর বিনোদপুর-মীর্জাপুর এলাকার বাসিন্দা। তার পিতা আজিজুল ইসলাম। রবিউল স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং তার ভাই শহিদুল ইসলাম শহিদ ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি। রবিউল শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার অন্যতম আসামি।
ঘটনার সময় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে রবিউলের ওপর হামলা চালায়। তাকে প্রথমে গুলি করা হয়, পরে ধারালো অস্ত্র দিয়ে তার পা এবং দুই হাতে আঘাত করা হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। ঘটনার স্থলে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
হামলার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রবিউলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর অস্ত্রোপচারের জন্য ৩১ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানিয়েছেন, রবিউলের এক পায়ে গুলি এবং অন্য পা ও দুই হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।
রবিউলের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ২০০৯ সালের শরিফুজ্জামান নোমানী হত্যা মামলা। ওই বছর ১৩ মার্চ রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ, ছাত্রশিবির এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে নোমানী নিহত হন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, রবিউলের মামলা ও তার বর্তমান অবস্থার বিষয়ে তদন্ত চলছে। বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.