মোহাম্মদ মেহেদী হাসান, সদর থানা প্রতিনিধি, খুলনা
খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জুনায়েদ ও তার কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
২৪ এপ্রিল ভোর ৪টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথবাহিনী জুনায়েদের ডক এবং তার নিজ বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানকালে সেখানে গোপন স্থানে লুকানো ৫টি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জুনায়েদ এলাকার চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।
অভিযান শেষে যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এই ধরনের অভিযান চলমান থাকবে।
এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অস্ত্রসহ ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”