মো: কামরুজ্জামান মোল্লা ,বিশেষ প্রতিনিধ ,শেরপুর
খুলনা বিভাগীয় পলাতক পুলিশ কমিশনার আনিসুর রহমানের দ্বিতীয় স্ত্রী ও সাবেক সংরক্ষিত আসনের এমপি ফাতেতুজ্জোহুরা শ্যামলীর ঘনিষ্ঠ সহযোগী ও এক সময়ের লাঠিয়াল হিসেবে পরিচিত শ্যামল চন্দ্র দাস (পিতা: মৃত জীবন চন্দ্র দাস, সাং: ঢাকলহাটি, থানা ও জেলা: শেরপুর) গত ২৪ এপ্রিল রাত আনুমানিক ৩ টা ৩০ মিনিটে শেরপুর জেলা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামল চন্দ্র দাসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিশেষ করে নারী কেলেঙ্কারি, অসামাজিক কার্যকলাপ, ভূমি দখল, মাদক সিন্ডিকেট এর হোতা এবং যুব সমাজকে বিপথগামী করার অভিযোগ তার বিরুদ্ধে পুরনো।
ঘটনার বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, “গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের মতে, শ্যামল চন্দ্র দাসের গ্রেফতার এলাকায় স্বস্তি ফিরিয়েছে এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেএবং তার সঠিক তদন্ত সাপেক্ষে শাস্তির জোর দাবি করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.