তালাত মাহমুদ নরসিংদীর প্রতিনিধি
নরসিংদীর পলাশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে যারা নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন বিএনপির প্রভাবশালী নেতা আব্দুল ড. মঈন খান। আওয়ামী লীগের শাসনামলে বারবার নির্যাতনের শিকার হয়েও তিনি কখনো নিজ দলের প্রতি আনুগত্য হারাননি। তার মতোই আরেক রাজনৈতিক যোদ্ধা বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন—যিনি নিঃশব্দে রাজনৈতিক প্রতিহিংসা ও যন্ত্রণা বুকে চেপে রেখে জনগণের ভালোবাসায় আস্থাশীল থেকেছেন।
এই বাহাউদ্দিন মিল্টন উনার বিরুদ্ধে বর্তমান সময়ে আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী নেতাকর্মী ভিত্তিহীন, মিথ্যা অপপ্রচার চালিয়ে চলেছে। এসব অপবাদ একদিকে যেমন রাজনৈতিক নৈতিকতা ভঙ্গ করে, অন্যদিকে পলাশের সাধারণ জনগণের মনের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করছে। বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন ত্যাগ স্বীকার করে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, আজ বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনকে অপমানিত ও লজ্জিত করার চেষ্টা করছে।
এই প্রতিবেদন থেকে আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই—জনগণ জানে কে তাদের পাশে ছিল কঠিন সময়ে, কে নিজের স্বার্থ ভুলে দেশের রাজনীতিকে এগিয়ে নিতে চেয়েছে। মিথ্যা প্রচারণা সাময়িক হতে পারে, কিন্তু সত্য কখনো ঢাকা থাকে না।
নরসিংদী পলাশের সচেতন জনগণ চায়—অপপ্রচার নয়, সত্যকে জানুক সবাই। রাজনৈতিক প্রতিহিংসা নয়, হোক ভালোবাসা ও শ্রদ্ধার রাজনীতি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.