মোঃ আনিছ মাল, স্টাফ রিপোর্টার:
ঢাকার বনানী প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে নিহত জাহিদুল ইসলাম পারভেজের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, “ছাত্রদলের প্রতিটি কর্মী পারভেজের পরিবারের পাশে সন্তানের মতো থাকবে।”
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামে নিহত পারভেজের কবর জিয়ারত শেষে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, “পারভেজের মা হত্যাকারীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আহাজারি থামাবেন না বলে জানিয়েছেন। আমরা তার এই বিচার চাওয়াকে সম্মান জানাই।”
রাকিবুল ইসলাম রাকিব আরও দাবি করেন, “এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সরাসরি জড়িত।”
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, ভালুকা পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদুল হক খান, উপজেলা ছাত্রদলের সভাপতি লুৎফর রহমান সানি, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এর আগে কেন্দ্রীয় সভাপতি রাকিবের আগমন উপলক্ষে ভালুকা উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে পারভেজ হত্যার বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.