তালাত মাহমুদ নরসিংদীর প্রতিনিধি।
নরসিংদীতে গাঁজা সেবন ও গাঁজার সরঞ্জামদি রাখার অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) নরসিংদীর রাঙামাটিয়া ঈদগাহ মাঠের পূর্ব পাশে এবং শ্মশানঘাট সংলগ্ন এলাকায় এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভী।
গ্রেপ্তারকৃতরা হলো- জমির আলী (৫০), মো: মুন্না (২২), নয়ন মিয়া (২১) ও মোহাম্মদ ওমর ফারুক (২৫)।
মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের নরসিংদী “ক” সার্কলের পরিচালক মো: ফজলুল হক।