শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল,সংবিধান আল্লাহর উপর আস্থাও বিশ্বাস র্পূনবহাল ।ফাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নীপিরন বন্ধের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় শুক্রবার দুপুরে জুম্মা নামাজবাদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা হেফাজতে ইসলাম ও সাধারন মুসুল্লিরা ।
হেফাজতে ইসলামের সূরা সদস্য ও উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি এমদাদুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামীর সূরা সদস্য মাওলানা আমিনুল ইসলাম ,হেফাজতে ইসলামী ওর্য়াড সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন,মুফতি ইয়াসিন বিল্লাহ,মুফতি সফিউদ্দিন,মুফতি নুর মুহাম্মদ,মাওলানা মঞ্জুরুল আলম সিরাজি,মাওলানা ইমরুল হোসাইন যশোরী,মাওলানা জাহাঙ্গীর আলম,মাওলানা রুহুল আমিনি,মাওলানা ইব্রাহীম খলিল সিরাজী.মাওলানা বায়োজিদ।মাওলানা আশরাফ। আরো উপস্থিত ছিলেন মুফতি মাওলানা মোঃ আজিজ মিয়া, চন্দ্রা দারুল উলুম মাহমুদ নগর মাদ্রাসা। গাজীপুরী,মাওলানা জয়নুল আবেদীন,মাওলানা আমিনুল ইসলাম আমিনি প্রমুখ ।এসময় বক্তারা বলেন বাংলাদেশ অর্ন্তবর্তীকালীন সরকারের গঠন করা ১২ টি সংস্কার কমিশনের অন্যতম একটি সংস্কার কমিশন হলো ” নারী সংস্কার কমিশন” গত ১৯ এপ্রিল তারা র্অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে ৩১৮ পৃষ্টাব্যাপী এক প্রতিবেদন জমা দিয়েছেন ।যাতে মোট ১৭ টি অধ্যায় রয়েছে ।প্রতিটি অধ্যায়ে অনেক ধারা, উপধারা ও অনু”েছদ রয়েছে ।বিশাল এ সংস্কার প্রতিবেদন কিছু অনু”েছদ সরাসরি কুরআন-হাদীস বিরোধী ।কিছু অনু”েছদ আংশিক কুরআন হাদীসের সাথে সাংঘর্ষিক ।হেফাজতে ইসলাম বাংলাদেশ পক্ষ থেকে এ আইন প্রনোয়ন না করার আহবান জানান ।এছাড়াও ইসলামের সাথে সম্পৃততা রেখে আইন আস্তবায়নের অনুরোধ করেন ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.