আলমগীর মোল্লা : গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ঘোড়াশাল বাইপাস সড়কের বড়নগর এলাকায় একটি ড্রাম ট্রাকের চাপায় মাহবুব হোসেন (২৬) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নিহত মাহবুব নিজস্ব অটোরিকশাটি ধুয়ে পরিষ্কার করছিলেন। এ সময় একটি ড্রাম ট্রাক (নিবন্ধন নম্বর: ঢাকা মেট্রো-ট-১৭-১০৪৬) নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর উঠে যায়। ঘটনাস্থলে থাকা লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মাহবুব কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনসেফপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে পরিচিত মরহুম তমিজ উদ্দিনের দ্বিতীয় পুত্র। দুর্ঘটনাটি ঘটে তার বড় ভাই আরিফুল ইসলামের মালিকানাধীন একটি গ্যারেজের সামনে। উক্ত গ্যারেজে নিয়মিতভাবে ট্রাক, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন পরিষ্কার করা হয়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, দুর্ঘটনার পর চালক ও সহকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে গেছে এবং চালক ও সহকারীকে আটকের প্রচেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।