কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরের অন্তত তিনটি স্থানে শুক্রবার বিকেলে একাধিক কিশোর গ্যাং দল প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করে মহড়ায় অংশ নেয়। স্থানীয়রা জানান, এ সময় একটি এলাকায় ককটেল সদৃশ বিস্ফোরণের শব্দও শোনা যায়, যা নগরবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। ঘটনাটি ছুটির দিনের বিকেলে জনমনে ভীতির পরিবেশ তৈরি করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, শুক্রবার বেলা তিনটা থেকে পাঁচটার মধ্যে নগরীর রানীর দিঘির পাড়, তালপুকুরপাড় এবং আদালতপাড়া এলাকায় এসব গ্যাং সদস্যদের দেখা যায় দেশীয় অস্ত্র নিয়ে সড়কে অবস্থান করতে। পাশাপাশি মোটরসাইকেল বহরও উপস্থিত ছিল, যেগুলো দ্রুত গতিতে ও উচ্চ শব্দে চলাচল করছিল।
ঘটনার সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছিল। রানীর দিঘির পাড়ে অবস্থিত ভিক্টোরিয়া সরকারি কলেজের কেন্দ্রসহ কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন অভিভাবকরাও, যাঁরা সন্তানদের সঙ্গে শহরের বিভিন্ন স্থান থেকে আগত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান শুরু করে। অভিযান চলাকালে দেশীয় অস্ত্রসহ অন্তত তিনজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘পূর্বের ধারাবাহিক অভিযানে কিশোর গ্যাং সক্রিয়তা অনেকটাই কমে এসেছিল। তবে সাম্প্রতিক ঘটনার মাধ্যমে বোঝা যাচ্ছে, তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে।’
পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.