পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া আবাসন এলাকায় চারজন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে থানায় হস্তান্তরের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তাদের স্বজন ও স্থানীয়রা। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে এলাকাবাসী এ বিষয়ে প্রতিবাদ সমাবেশ করেন।
ভুক্তভোগীদের পরিবার দাবি করেছে, সংশ্লিষ্ট চারজন—মুছা হাওলাদার, হাবিব সিকদার, তসলিম হাওলাদার ও মিঠু হাওলাদার—কোনো ধরনের অপরাধে জড়িত ছিলেন না। তারা অভিযোগ করেন, স্থানীয় কিছু ব্যক্তি ব্যক্তিগত বিরোধের জেরে ভিত্তিহীন অভিযোগ তুলে সংশ্লিষ্ট চারজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পুলিশের কাছে সোপর্দ করেন।
সমাবেশে অংশগ্রহণকারী পরিবার ও এলাকাবাসী ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্টদের দায় নিরূপণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন পারভীন বেগম, সূর্য বেগম, শামসুর নাহার, কোহিনুর বেগম, শাহিনুর বেগম ও মো. নাসির হাওলাদার।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল থেকে ঘটনার সত্যতা যাচাইয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে বলে জানা গেছে।