তিমির বণিক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দায়ের হওয়া একটি অপহরণ মামলার প্রধান আসামিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে বিদেশে পালানোর চেষ্টাকালে শ্রীমঙ্গল থানা পুলিশের উপপরিদর্শক (নিঃ) তৌকির আহম্মেদ বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করেন। গ্রেপ্তারকৃত রাজু মিয়া (২৪) শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম পাত্রিকুল গ্রামের বাসিন্দা।
থানা সূত্র জানায়, গত ১৮ মার্চ সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরতলীর দেববাড়ী রোড এলাকা থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ ওঠে রাজু ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
পুলিশের দাবি, ঘটনার পর থেকেই আসামিকে চিহ্নিত করে ধরতে মাঠে নামে তারা। শেষ পর্যন্ত বিমানবন্দরে চেকইন চলাকালীন ধরা পড়ে রাজু।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, “আটককৃত আসামিকে শুক্রবার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”