শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল মাওনা চৌরাস্তায় ইজারাদার ও অস্থায়ী ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিচে উড়াল সেতুর আশেপাশে অস্থায়ী দোকান নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন হকাররা। কিন্তু সম্প্রতি ইজারা তোলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকেই স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
একাধিক হকার অভিযোগ করেন, প্রতিদিন তাদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়েও বেশি অর্থ নেয়া হচ্ছে, যা তাদের স্বল্প আয়ের পেশাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। তাঁদের ভাষ্যমতে, প্রতিদিন ১০০ টাকা হারে ইজারা আদায় করা হচ্ছে, যেখানে পূর্বে এ হার ছিল ২০ থেকে ৫০ টাকার মধ্যে।
অন্যদিকে, ইজারাদার পক্ষের দাবি, তারা পৌরসভার অনুমোদিত নিয়ম অনুযায়ী ইজারা আদায় করছেন। কাজল ফকির নামের একজন ইজারাদার জানান, একটি পক্ষ পরিকল্পিতভাবে তাদের লোকদের ওপর হামলা চালিয়েছে এবং ইজারা আদায়ের অর্থ ছিনিয়ে নিয়েছে।
এদিকে, হকার্স কমিটির এক সদস্য অভিযোগ করেন, চাঁদাবাজি বন্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের একদিন পরই হামলার ঘটনা ঘটে। তিনি দাবি করেন, ইজারাদারদের নেতৃত্বে একদল লোক তাদের ওপর আক্রমণ চালায়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে ওই স্থানটি অস্থায়ী বাজার হিসেবে ইজারাভুক্ত রয়েছে এবং নির্ধারিত নিয়ম মেনেই ইজারা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিষয়টি আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.