নিজস্ব প্রতিবেদক, নওগাঁ :
নওগাঁয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগকে ঘিরে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে প্রতারণার মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে জেলার মল্লিকপুর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার নাম আব্দুল মতিন (৫৩), যিনি স্থানীয় বাসিন্দা এবং মৃত মোয়াজ্জেম হোসেনের পুত্র বলে জানায় পুলিশ।
পরে শুক্রবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফারজানা আক্তার।
জেলা পুলিশের ভাষ্য অনুযায়ী, আব্দুল মতিন এক ব্যক্তির সন্তানকে চাকরির নিশ্চয়তা দেওয়ার আশ্বাস দিয়ে আর্থিক লেনদেনের প্রস্তাব দেন। পূর্ব-নির্ধারিত এক সময় তিনি প্রার্থীর অভিভাবকের কাছ থেকে নগদ অর্থ এবং একটি স্বাক্ষরবিহীন চেক গ্রহণ করছিলেন, এমন সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনার সময় একটি চুক্তিপত্রে দুই পক্ষের মধ্যে স্বাক্ষর চলছিল বলে জানা গেছে। পরে তার বাসভবনে তল্লাশির মাধ্যমে আরও একটি চুক্তিপত্র উদ্ধার করা হয়, যাতে উল্লেখ রয়েছে—একটি পৃথক পরিবারের সঙ্গে কনস্টেবল পদে নিয়োগের বিনিময়ে ১০ লাখ টাকার চুক্তি হয়েছিল।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণাসংক্রান্ত আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, জেলার নিয়োগ প্রক্রিয়া ঘিরে এর আগেও কয়েকজন দালালচক্রের সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে। তার ভাষায়, “নিয়োগ পদ্ধতি স্বচ্ছ ও প্রতিযোগিতাভিত্তিক। কোনও ধরণের আর্থিক লেনদেন বা তদবির এখানে স্থান পায় না।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন প্রতারকদের প্রলোভনে বিভ্রান্ত না হন এবং কেউ যাতে এই ধরনের প্রক্রিয়ায় যুক্ত না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল মান্নানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.