ভালুকা প্রতিনিধি | ২৬ এপ্রিল ২০২৫
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্লাম্বার স্যানেটারি কর্মচারী শ্রমিক দলের একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার অডিট মার্কেট এলাকায় আয়োজিত এ সভায় সংগঠনের বর্তমান কাঠামো, নেতৃত্ব এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন আব্দুর রশিদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কায়সার মাহমুদ চঞ্চল।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মল্লিকবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহান ইমরান, শ্রমিক দলের সহ-সভাপতি সোহাগ সরকার, অটো টেম্পু ও সিএনজি ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু হানিফ এবং সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন কমিটির আহ্বায়ক মোমিন ফকির, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, মো. আলম এবং যুব সংগঠক আল-আমিন। এছাড়া সংগঠনের অন্যান্য নেতাদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ছফির উদ্দিন, প্রচার সম্পাদক উজ্জ্বল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া এবং কার্যনির্বাহী সদস্য সজীব, আব্দুল আলিম ও রেজাউল।
সভার আলোচনায় শ্রমিকদের অধিকার, সংগঠনকে শক্তিশালী করা এবং আগামীর করণীয় বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের সভার মাধ্যমে নেতৃত্বের মধ্যে সমন্বয়, কর্মীদের মাঝে উদ্দীপনা এবং সংগঠনের কার্যক্রমে গতি আনতে চায় তারা।