বনিক,মৌলভীবাজার প্রতিনিধি |
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, ২০০১ সালের পর দেশে আর কোনও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তাঁর মতে, দেশবাসী সুষ্ঠু ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে।
শুক্রবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাউরবাগ এলাকায় আয়োজিত বিএনপির ইউনিয়ন কাউন্সিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
নাসের রহমান বলেন, “আগামী নির্বাচন হতে হবে জনগণের মতামতের প্রতিফলন। অতীতে যে সমস্ত নির্বাচন হয়েছে, সেখানে জনগণের রায় যথাযথভাবে প্রতিফলিত হয়নি।”
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সহনশীলতার অভাব, প্রশাসনিক প্রভাব, এবং অংশগ্রহণমূলক পরিবেশের অভাব জনগণের আস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে।
কাউন্সিল উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মনুমুখ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাওলানা আব্দুল হেকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, সদর উপজেলা আহ্বায়ক আলহাজ্ব বদরুল আলম, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই কাউন্সিলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার ছাপ ছিল লক্ষণীয়। ইউনিয়নের সভাপতি পদে মো. মোস্তফা মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
সম্মেলন কেন্দ্রিক সাজসজ্জায় দলীয় শীর্ষ নেতাদের বিলবোর্ড স্থানীয় এলাকায় দৃশ্যমান ছিল। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মধ্য দিয়েই গণতান্ত্রিক অগ্রগতি সম্ভব।