কামরুজ্জামান মোল্লা, বিশেষ প্রতিনিধি, শেরপুর :
পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান এবং অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার ও প্লেসের সম্মানিত সভাপতি মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষা উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা এবং অপেক্ষাকৃত পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। অভিভাবকদের মতামত গ্রহণ এবং সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বিভিন্ন কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
এরপর প্রধান অতিথি বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী প্লেসের ১০ জন শিক্ষার্থীর হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও প্লেসের পরিচালক মো. মিজানুর রহমান ভূঁঞা। এ সময় উপস্থিত ছিলেন ডিআইও-১ জনাব খন্দকার মোহাম্মদ শহিদুল হক, প্লেসের শিক্ষকবৃন্দ এবং অভিভাবকগণ।