কামরুজ্জামান মোল্লা, বিশেষ প্রতিনিধি, শেরপুর :
শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর আয়োজনে সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিধান করানো হয়।
শনিবার (২৬ এপ্রিল) পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম নিজ কার্যালয়ে নায়েক পদ থেকে এএসআই (নিরস্ত্র) পদে উন্নীত মো. নজরুল ইসলাম এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত তপন দেব-এর কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।