তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় দিনেশ চন্দ্র সরকার (বয়স আনুমানিক) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে ওই বৃদ্ধ ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে পড়ে থাকেন। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার বলেন, আহত অবস্থায় হাসপাতালে আনার আগেই লোকটির মৃত্যু হয়েছে। মাথা ও বুকে গুরুতর আঘাত ছিল।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে।