গাজীপুর প্রতিনিধ:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বনভূমির দখলমুক্ত করতে শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।
সকাল সাড়ে ৮টায় শ্রীপুর উপজেলার সাতখামাইর বিটের অধীন তেলিহাটি এলাকায় এ অভিযান শুরু হয়। ঢাকা বন বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ এবং শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান। এছাড়া অভিযানকালে বন বিভাগের কর্মকর্তারা ছাড়াও সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার বাহিনী ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বন বিভাগ সূত্র জানিয়েছে, তেলিহাটির তালতলি ও মুরগীর বাজার এলাকায় বন বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরাতে আগেই দখলদারদের নোটিশ ও মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরানোয় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘‘বনের জমিতে কোনো অবৈধ স্থাপনা সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে।’’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, ‘‘বনভূমি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। বন দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’’