ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গুড এগ্রিকালচারাল প্রাকটিস (GAP) পদ্ধতিতে বিষমুক্ত করলা চাষ করা হচ্ছে। কোনো ধরনের রাসায়নিক স্প্রে ব্যবহার না করে, জৈব সার, ফেরোমন ফাঁদ এবং হলুদ আঠালো ফাঁদের মাধ্যমে স্থানীয় কৃষকরা নিরাপদ সবজি উৎপাদনে নিয়োজিত রয়েছেন।
স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই সবজি সরবরাহ করা হচ্ছে। উপজেলার নেকমরদ ইউনিয়নের কৃষক দেলোয়ার হোসেন কৃষি অফিসের পরামর্শে এক একর জমিতে GAP পদ্ধতিতে করলা চাষ শুরু করেছেন। তিনি স্বপ্ন দেখছেন এই বিষমুক্ত করলা চাষের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তনের।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উৎপাদিত করলা ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল (MRL) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে এই বিষমুক্ত করলা বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।