শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৬ এপ্রিল) সকালে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
উপজেলার বাবেলাকোনা ও হাড়িয়াকোন গ্রাম সংলগ্ন ঢেউফা ও বালিজুরী-তাওয়াকুচা গ্রামের সোমেশ্বরী নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় তিন কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে অবৈধভাবে স্থাপিত চারটি বাঁশের মাচা ও দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। তবে অভিযানের সময় কোনো বালু উত্তোলনকারীকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক এবং পুলিশের একটি দল অংশ নেয়।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, "শেরপুর জেলার সকল বালু মহল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে এখানে ইজারাভুক্ত কোনো বালু মহল নেই। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.