খুলনা গ্রীডের বিদ্যুৎ বিপর্যয়ের জেরে শহর ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে চরম ব্যাঘাত ঘটেছে। টানা বিদ্যুৎ বিভ্রাটের ফলে তীব্র গরমের মধ্যে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে, যেখানে পল্লী বিদ্যুতের আওতায় বিদ্যুৎ সরবরাহ নির্ভর করে, দুর্ভোগের মাত্রা আরও বেড়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু-কিশোর, শিক্ষার্থী ও সাধারণ জনগণ চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। গৃহস্থালি ও ব্যবসায়িক কার্যক্রমেও স্থবিরতা নেমে এসেছে বলে অভিযোগ উঠেছে। বেশিরভাগ এলাকাবাসী মনে করছেন, অন্তবর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এ ধরনের ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট অতীতে দেখা যায়নি।
ভুক্তভোগীরা দ্রুত সমস্যার সমাধান এবং ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতি আর না তৈরি হয়, সে লক্ষ্যে কর্তৃপক্ষের কাছ থেকে কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ প্রত্যাশা করছেন। একইসঙ্গে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার ও সক্ষমতা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।
খুলনার সাধারণ জনগণ আশা করছেন, সংশ্লিষ্ট সংস্থাগুলি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করে পরিস্থিতি স্বাভাবিক করবে, যাতে নাগরিক জীবনে স্বস্তি ফিরে আসে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.