বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকাশিত একটি প্রতিবেদনকে ‘ষড়যন্ত্রমূলক ও মানহানিকর’ দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।
শনিবার (তারিখ) সকালে মোরেলগঞ্জ বাজারের চৌরাস্তায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বিএনপির উপজেলা ও পৌর কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল করেন এবং মিথ্যা সংবাদের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
আবুল হাসান কাজির বক্তব্য
দ্বিতীয় পঞ্চকরন ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি মোহাম্মাদ আবুল হাসান কাজি মানববন্ধনে বক্তব্য দেন। তিনি বলেন, "বিএনপি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে। তাই একটি মহল পরিকল্পিতভাবে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। আমরা এ ধরনের প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি।"
তিনি আরও বলেন, "জনগণের আস্থা গণতন্ত্রের প্রতি অটুট রয়েছে। ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা সম্ভব হবে না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে।"
বিক্ষোভ মিছিল
প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মোরেলগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা "মিথ্যা সংবাদের প্রতিবাদে ঐক্যবদ্ধ হও", "নেতাকর্মীদের হয়রানি বন্ধ করো", "গণতন্ত্রের বিজয় অবশ্যম্ভাবী"—এমন নানা স্লোগান দেন।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, যাতে দ্রুত মিথ্যা সংবাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয় এবং রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখা হয়। একইসঙ্গে তারা গণতান্ত্রিক আন্দোলনে আরও বৃহত্তর জনসম্পৃক্ততা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.