জাহিদ হাসান :
ঢাকার তেজগাঁও এলাকায় মোহাম্মদ জীবন ওরফে বোবা রফিক হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন মূল অভিযুক্ত মোহাম্মদ সাদ্দাম (২২) কে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ এপ্রিল) রাতে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামকে আটক করা হয়। এর আগে বুধবার (২৪ এপ্রিল) সকালে কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে থাকা রফিকের ওপর অতর্কিত ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রফিক মারা যান।
নিহত রফিকের নানী বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ অভিযুক্ত সাদ্দামকে শনাক্ত করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, সাদ্দাম কারওয়ান বাজার এলাকায় পরিচিত পকেটমার ও ছিনতাইকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি এবং মাদক সংশ্লিষ্ট সাতটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, একই মামলার এজাহারনামীয় আরেক আসামি মোহাম্মদ আসিফ ওরফে আশিক ওরফে ইব্রাহিম খলিল (২২) কে র্যাবের একটি দল পৃথক অভিযানে তেজগাঁও এলাকা থেকে আটক করে থানায় হস্তান্তর করেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।