টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান চলছে। ছাদ ও দেয়ালের ফাটল ক্রমশ বিস্তৃত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক মহলে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়টি ১৯৯৮ সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় হিসেবে এলজিইডির বাস্তবায়নে নির্মিত হয়। তবে নির্মাণের শুরু থেকেই ভবনটির গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছিল। অভিযোগ রয়েছে, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে অল্প সময়ের মধ্যেই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার বলেন, “নির্মাণের পর থেকেই ভবনটিতে সমস্যা দেখা দেয়। মাঝেমধ্যে সংস্কারের চেষ্টা করা হলেও বড় ধরনের ফাটল এবং ছাদে পানিপড়া বন্ধ হয়নি। বর্তমানে সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষে পানি পড়ে এবং দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ে।”
তিনি আরও জানান, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। গত বছর যেখানে ১৫০ জন শিক্ষার্থী ছিল, বর্তমানে তা কমে ১২০ জনে দাঁড়িয়েছে।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রাফিউল ইসলাম বলেন, “আমার দপ্তরে সরাসরি এমন কোনও অভিযোগ আসেনি। তবে কিছু ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা তৈরি করা হয়েছে এবং পর্যায়ক্রমে পরিদর্শন করা হচ্ছে।”
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ জানান, “উপজেলায় ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানোর প্রক্রিয়া চলছে।”
এদিকে দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। তারা বিদ্যালয়টির দ্রুত মেরামত বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.