মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযানে ৫০ বোতল বিদেশি মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (২৭ এপ্রিল) মধ্যরাতে বড়লেখার শাহবাজপুর রেলওয়ে স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক করা হয়েছে মোঃ আলাউদ্দিন ওরফে আলাই (৫৭) নামে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে।
অভিযানে উদ্ধার
গোপন তথ্যের ভিত্তিতে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশ অভিযানে নামে। তারা সুরমা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকা থেকে দু'টি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ৫০ বোতল ভারতীয় ব্র্যান্ড Officers Choice মদ উদ্ধার করে। প্রতিটি বস্তায় ২৫ বোতল করে মদ ছিল।
অপরাধের ইতিহাস
আটককৃত আলাউদ্দিন পুকুরিয়া গ্রামের তমসির আলীর ছেলে। পুলিশ সূত্র জানায়, আলাউদ্দিন বড়লেখার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদক, চুরি সহ নানা অপরাধে চারটি মামলা রয়েছে।
মামলা ও পরবর্তী পদক্ষেপ
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাশেম সরকার বলেন, "আটককৃত আলাউদ্দিন ও পলাতক একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।"
বিশ্লেষণ:
এই ধরনের অভিযানগুলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় ভূমিকা প্রমাণ করে, তবে মাদক ব্যবসায়ীদের আটক করার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোও জরুরি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.