মোছাদ্দেক হোসেন বাহার, ভোলা প্রতিনিধি:
কোরআন বিরোধী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ ৪ দফা দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার (২৫ এপ্রিল) আছর নামাজের পর শহরের খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা আনাস, সহ-সভাপতি মাওলানা নুরুল্লাহ ও শফি উদ্দিন, সিনিয়র সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা ও উপজেলা পর্যায়ের শত শত নেতা-কর্মী এবং তৌহিদী জনতাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সমাবেশে হেফাজত নেতারা চার দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে—
১। কোরআন বিরোধী নারী বিষয়ক সংস্কার কমিশন ও প্রতিবেদন বাতিল।
২। সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা।
৩। ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরসহ সকল গণহত্যার বিচার।
৪। ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধের দাবি।
নেতৃবৃন্দ বলেন, ইসলাম ও মানবতা বিরোধীদের বিরুদ্ধে হেফাজত সবসময় রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা বলেন, নারী বিষয়ক সংস্কারের নামে মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরো জানান, আগামী ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ সফল করতে দেশব্যাপী বিক্ষোভ ও গণমিছিল কর্মসূচি পালন করা হচ্ছে।
সমাবেশ শেষে বিশেষ মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.