খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) খালিশপুর থানা এলাকার মুজগুন্নি আবাসিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই ইজিবাইকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
২৭ এপ্রিল রাতের অভিযানে খালিশপুর থানা পুলিশের একটি চৌকস দল মইনুদ্দিন সরদার (২৬) নামের ওই ব্যক্তিকে আটক করে। তিনি বরিশালের গৌরনদী থানার বাটাজোড় গ্রামের মোঃ বেল্লাল সরদারের ছেলে এবং বর্তমানে খুলনার বড় বয়রা এলাকায় বসবাস করছিলেন।
গ্রেফতারের সময় মইনুদ্দিনের হেফাজত থেকে একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা নং-২৩, তারিখ ২৭/০৪/২০২৫, পেনাল কোডের ধারা-৩৮০ (চুরি) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
খুলনা মহানগরীতে সাম্প্রতিক সময়ে ইজিবাইক চুরির ঘটনা বাড়তে থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চুরি রোধে তৎপরতা জোরদার করেছে। কেএমপির এমন সফল অভিযান নগরবাসীর মধ্যে নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিচ্ছে।