মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন হত্যার বিচার এবং ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল সোমবার দুপুরে চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতি, এলাকাবাসী এবং স্থানীয় স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাজার ব্যবসায়ী সফিক মিয়া এবং সঞ্চালনা করেন মোস্তফা আহমদ ও আবু হানিফা চৌধুরী। বক্তৃতা দেন নিহত ইকবাল হোসেনের পিতা এলাইচ মিয়া, সানওয়ার আহমদ, কয়েছ আহমদ, সুবাশ মল্লিক, গিয়াস মিয়া, পারভেজ মিয়া, নান্টু দেব, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা হাসান, শামিম আহমদ এবং সোয়েব আহমদ ফাহিমসহ অনেকে। মানববন্ধনে নারী-পুরুষ মিলে সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, ইকবাল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছিল, যাতে এটি দুর্ঘটনা বলে মনে হয়। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।
নিহত ইকবাল হোসেন কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের বাসিন্দা এবং এলাইচ মিয়ার পুত্র।
উল্লেখ্য, নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, গত ২৫ এপ্রিল শুক্রবার ইকবাল হোসেন তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি ভেরাছড়া গ্রামে বেড়াতে যান। পরদিন শনিবার বিকেলে জানা যায়, তিনি নিখোঁজ হয়েছেন। এরপর ২৭ এপ্রিল কমলগঞ্জের বড়গাছ এলাকায় রেললাইনের পাশে তার হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে ওইদিন সন্ধ্যা সাতটায় নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.