মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার। শুনানি শেষে কারাগারে ফেরার সময় প্রধান আসামি, নিহত শিশুর বোনের শ্বশুর, সাংবাদিকদের উদ্দেশে দাবি করেন, ঘটনার সময় তারা বাড়িতে উপস্থিত ছিলেন না এবং প্রকৃত অপরাধী অন্য কেউ।
কারাগারে ফেরার পথে তিনি বলেন, "আপনারা সাংবাদিক ভাইয়েরা তদন্ত করেন। ওই সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমার বিটার বউরে (ছেলের স্ত্রী) ধরেন। এই কাজ সে করছে। আমরা অপরাধী নই। কোনো দিন শুনছেন বাপ–বেটা একসঙ্গে ধর্ষণ করে? আমরা সবাই ওই সময় কাজে-কর্মে বাইরে ছিলাম। খবর পেয়ে বাড়িতে ফিরেছি।"
এ সময় তার এক ছেলে, যিনি মামলার অপর আরেক আসামি, বলেন, "বেলা ১১টার দিকে ঘটনা ঘটেছে। আমরা কাজে ছিলাম। আপনারা ওর বোনকে (নিহত শিশুর বোন) ধরুন, সব তথ্য পেয়ে যাবেন।"
আদালত সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এদিন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক, যিনি শিশুটিকে হাসপাতালে নেওয়ার আগে কাছে নিয়েছিলেন, ১১ বছরের এক শিশু এবং আরও একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম ও আসামিপক্ষের আইনজীবী সোহেল আহম্মেদ উপস্থিত ছিলেন। আদালতে চার আসামি উপস্থিত ছিলেন—নিহত শিশুর বোনের শ্বশুর, শাশুড়ি, বোনের স্বামী এবং ভাশুর।
উল্লেখ্য, ২৩ এপ্রিল আদালত চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। প্রধান আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় (ধর্ষণের ফলে মৃত্যু) অভিযোগ গঠন করা হয়েছে। অন্যদিকে, শিশুটির বোনের স্বামী ও ভাশুরের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৬ ধারার দ্বিতীয় অংশে (ভয়ভীতি প্রদর্শন) এবং শাশুড়ির বিরুদ্ধে ২০১ ধারায় (অপরাধের আলামত নষ্ট) অভিযোগ গঠন করা হয়।
শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, "আজ আদালত তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন। আগামীকাল আবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। আমরা আশা করছি, আগামীকাল ১০ জন সাক্ষী হাজির করতে পারব। আগামীকাল এই মামলার বাইরে অন্য কোনো মামলার সাক্ষ্য গ্রহণ হবে না। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব মামলার বিচারকাজ শেষ করতে।"
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.