জাহিদ শিকদার, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফল উপজেলায় দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে নকল সরবরাহের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসন্ধানে গিয়ে সাংবাদিককে বাধা ও হেনস্তার মুখোমুখি হতে হয়েছে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যের হাতে।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রের পেছনের ফটক দিয়ে বহিরাগত দুই কিশোর ইংরেজি বিষয়ের বইসহ ভেতরে প্রবেশ করেন। পরে তারা দ্রুত কেন্দ্র ত্যাগ করেন। এই দৃশ্যের ভিডিও ফুটেজ সংবাদকর্মীদের হাতে পৌঁছালে বিষয়টি যাচাই করতে ঘটনাস্থলে যান যমুনা টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি।
তথ্য অনুসন্ধানের সময় অভিযুক্ত কিশোর জিহাদুল, পরীক্ষার্থী জোবায়ের ওরফে আইয়ুবসহ আরও কয়েকজন কিশোর উপস্থিত সাংবাদিকের কাজে বাধা সৃষ্টি করে। পরিচয় জানতে চাইলে তারা সাংবাদিকের প্রতি অসৌজন্যমূলক আচরণ করে। পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত রূপ নেওয়ার আগেই সংবাদকর্মীরা স্থান ত্যাগ করতে সক্ষম হন।
এদিকে, স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন শিক্ষক নকল সরবরাহের ঘটনায় পরোক্ষভাবে সহায়তা করেছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব ইব্রাহীম হাবিব বলেন, "ভিডিও ফুটেজে যাকে দেখা গেছে, তিনি আমাদের ছাত্র নন। সম্ভবত পরীক্ষার আগে বা পরে তিনি কেন্দ্রে প্রবেশ করেছেন। পরীক্ষার সময় নকল সরবরাহের কোনো ঘটনা ঘটেনি।"
পটুয়াখালী বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তা ও পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসার কামাল হোসেন বলেন, "আমি পরীক্ষার কক্ষগুলো পর্যবেক্ষণ করছিলাম। বাহিরের বিষয়ে আমার জানা নেই এবং অভিযুক্তদের আমি চিনিও না।"
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে যোগাযোগ করা হলেও তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.