ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায়, উক্ত র্যালিটি উপজেলা চত্বর প্রাঙ্গণে থেকে শুরু হয়ে পুরু চত্বর প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে এসে আলোচনার মাধ্যমে সভাটি শেষ হয়।
আলোচনা সভায় উপস্থিত অংশ নেন
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও )আয়শা সিদ্দিকা, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, কৃষি অফিসার কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) তারিকুল ইসলাম, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম,
পরিসংখ্যান অফিসার ফরহাদ হোসেন, মৌগাছি ইউপির প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, মাহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখসহ উপজেলা জাতীয় আইনগত সহায়তা এইড কমিটির সদস্যরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসভায় বক্তারা বলেন অসহায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিনা মূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন ও লিগ্যাল এইসের বিষয় নিয়ে প্রচার প্রচারণা সিদ্ধান্ত যেন নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.