নোমাইনুল ইসলাম বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শুকনাছড়া এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা, পিএসসি-র দিকনির্দেশনায় মেজর মোঃ আবু নাঈম খন্দকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিদ্যুৎ চাকমা নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। তার কাছ থেকে একটি এলজি বন্দুক, দুটি গুলি, চাঁদা আদায়ের ১০টি রশিদ বই, একটি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৪৮০ টাকা এবং দুইটি হিসাবের খাতা উদ্ধার করা হয়।
আটককৃত বিদ্যুৎ চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার দেওয়ান পাড়া গ্রামের হরিদাস চাকমার ছেলে।
বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীরা স্থানীয় জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল। শুকনাছড়া এলাকায় পাঁচজন সশস্ত্র সন্ত্রাসী চাঁদা আদায়ে লিপ্ত রয়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী বিশেষ অভিযান চালায়। অভিযানে চারজন পালিয়ে গেলেও বিদ্যুৎ চাকমাকে আটক করতে সক্ষম হয় তারা।
পরে আটককৃত ব্যক্তি ও জব্দ করা মালামাল সাজেক থানায় হস্তান্তর করা হয়েছে বলে যৌথবাহিনী সূত্রে নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.